মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ৩৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যাক্তিরা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তার এ তথ্য জানানো হয়েছে।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে জিআর ওয়ারেন্টে ৫ জন, সিআর ওয়াররেন্ট ৪ জন, নিয়মিত মামলায় ২৪ জন. পূর্বের মামলায় ৩ জন, ১৫১ ধারায় ২ জন ও সাজা পরোয়ানা মূলে আরও ১ জন সহ গত ২৪ ঘন্টায় মোট ৩৯ জন আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এব্যাপারে কথা হলে কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন জানান, জননিরাপত্তা বিবেচনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়াও অপরাধ নির্মূলে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)