অনলাইন ডেস্ক:
রাশিয়ার একটি সুখোই-৩৪ যুদ্ধবিমান ভুল করে নিজেদের শহর বেদগোরোদে বোমা ফেলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে ওই শহরটি অবস্থিত।
ওই বোমার আঘাতে একটি নয় তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আঞ্চলিক গভর্নর ভিয়াচেসলাভ গ্লাডকভ জানিয়েছেন, সতর্কতা হিসেবে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত নয়তলা ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ভুলের বিষয়টি স্বীকার করে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২২ মিনিটে ভুল করে ওই বোমাটি ফেলা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)