মারুফ সরকার,নিজস্ব প্রতিবেদক:
সিলেট জকিগঞ্জ থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম এনামুল হক এনাম (৩৫)। তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার বুনিয়ারচর গ্রামের ইব্রাহিমের ছেলে।
বৃহস্পতিবার (১৮ ই মে ) বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে জকিগঞ্জ সিমান্ত নদির পার থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি উত্তর আইওর ক্যাম্পের একটি দল। এসময় তার কাছ থেকে ৪০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি কর্মকর্তা জানায় , এনামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানা পুলিশ।
উল্লেখ্য যে , এনাম চিহ্নিত মাদক ব্যবসায়ি এবং তার প্রধান সহযোগি হিসেবে রয়েছে আরেক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি আকবর । এনাম আটক হওয়ার সময় আকবর পালিয়ে যায় ।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)