হাফিজুল ইসলাম লস্করঃ
রাজশাহীতে বিএনপির প্রকাশ্য জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সাউদাম্পটন যুক্তরাজ্য আওয়ামীলীগ। সোমবার (২২ মে ) সাউদাম্পটন শহীদ মিনারে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
সাউদাম্পটন আওয়ামীলীগের অন্যতম নেতা মোঃ শামিম মিয়ার সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ও সিলেট ল-কলেজ ছাত্রলীগের সমবায় বিষয়ক সম্পাদক মোঃ কোহিনুর আলমের সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফার হোসাইন বাবুল, সিলেট বানিজ্যিক মহাবিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক জাহিদ ইসলাম।
আরো বক্তব্য রাখেন, মোঃ সোহেল খান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আব্দুর রাজ্জাক শাকিব। গোলাপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক নেতা হিফজুর রহমান হাফিজ। বিশ্বনাথ কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ রুবেল মিয়া। সাদিক খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোঃ শামীম মিয়া বলেন,
বিএনপি জামায়াত জঙ্গিবাদী শক্তি তারেক রহমান, বাবর এবং অন্যান্য খুনিদের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। আবার তাদেরই প্রেতাত্মা রাজশাহী জেলা বিএনপি'র আহবায়ক হত্যার হুমকি দিয়েছে। এ হুমকির বক্তব্য শুধু জেলা পর্যায়ের একজন নেতার বক্তব্য নয়, এটি গভীর ষড়যন্ত্রের একটি অংশ। এর মধ্যদিয়ে তাদের নীলনকশা প্রণয়ন ও সেই কার্যক্রম শুরু করারই একটি ইঙ্গিত। আজকের এ সমাবেশ থেকে আমরা এই হত্যা হুমকি ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। যে ব্যক্তিটি বঙ্গবন্ধু কন্যাকে এ ধরনের ন্যক্কারজনক ভাষায় হত্যার হুমকি দিয়েছে তা ক্ষমার অযোগ্য।
এই ঘৃণ্য বক্তব্যের প্রতিবাদে সারা বাংলাদেশের গণতন্ত্রকামী শান্তিপ্রিয় মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সাউথাম্পটন যুক্তরাজ্য আওয়ামী লীগ এই ঘৃন্য হত্যা ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)