বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের কাজিপুরে শহীদ মীর মুগ্ধ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারিয়াকান্দিতে মানববন্ধন ও কর্মবিরতি বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উদ্বোধন কুড়িগ্রামে ঘর-বাড়ি, ফসলি জমি রক্ষায় সেচ্ছাশ্রমে ভাঙন রোধের চেষ্টা গ্রামবাসীর  চারঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরন অনুষ্ঠিত ডিএমপির দুই থানার ওসিসহ ৭ পুলিশ পরিদর্শককে বদলি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ: ২৫ বছরে ৪ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা চ্যাম্পিয়ন্স লিগ: রিয়ালের দুর্দান্ত শুরু

বিএনপি নেতা সিলভার সেলিমের প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে তিতাস গ্যাসের সংযোগ প্রদান

রিপোর্টারের নাম / ৩৩৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে





মারুফ সরকার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ভাঙিয়ে শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়াসহ নানা রকম অনিয়মের অভিযোগ উঠেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির এমডি মো. হারুনুর রশীদ মোল্লার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্দেশনা পেয়ে পেট্রোবাংলাকে এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। পেট্রোবাংলা রবিবার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুরে সিলভার নিট কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কারখানায় বয়লার ও গ্যাসচালিত জেনারেটরের জন্য নতুন গ্যাস সংযোগের আবেদন করা হয়। ওই আবেদনের ওপর নির্দেশনা দিয়ে তিতাসের এমডি লিখেছেন, ‘মন্ত্রী মহোদয়ের অফিস হতে প্রেরিত। আলাপ করবেন।’ এই নির্দেশনাসংবলিত আবেদনটি তিতাসের গাজীপুরের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ সাইদুল হাসানকে পাঠানো হয়।


যেহেতু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী, সংগত কারণেই প্রশ্ন উঠেছে, তিতাসের এমডি প্রধানমন্ত্রীকেই ইঙ্গিত করেছেন।
বিষয়টি নজরে আসায় গত ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জ্বালানি বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়। রূপালী মণ্ডল (পরিচালক-১১) স্বাক্ষরিত ওই চিঠিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর (প্রধানমন্ত্রী) নাম ব্যবহার করে উেকাচ গ্রহণ করে শিল্পপ্রতিষ্ঠানে তিতাস গ্যাসের সংযোগ প্রদানসহ নানা অনিয়মের বিষয়ে পরীক্ষা করে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি পেয়ে গত ১২ সেপ্টেম্বর বিষয়টি এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।


জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে তিতাসের এমডির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে উেকাচ গ্রহণের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানে তিতাস গ্যাসের সংযোগ দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তোলা হয়। অভিযোগের বিষয়ে জানতে তিতাসের এমডি মো. হারুনুর রশীদ মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

পেট্রোবাংলার তদন্ত কমিটি

তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গতকাল পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

এছাড়া তিতাসের এমডি মো. হারুনুর রশীদ মোল্লার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ রয়েছে । কারনে অকারনে ব্যাক্তিগত পছন্দ অপচ্ছন্দে কারনে অকারনে তদন্ত কমিটি/ বদলি করে হয়রানি করেন । গত ৪ মাসে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ৫ বার বদলী করা হয় । তিতাস এর এই এমডি বিরুদ্ধে আরো নানাবিধ অনিয়ম এর বিস্তারিত আসছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir