অনলাইন ডেস্ক:
ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, গত সপ্তাহে ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা মস্কোর নৌবাহিনীর একজন অ্যাডমিরাল ও ৩৩ জন কর্মকর্তাকে হত্যা করেছে। এটা নিয়ে কথা বলেছে ক্রেমলিন।
সিএনএনের খবর অনুসারে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের অ্যাডমিরাল ভিক্টর সোকোলোভকে হত্যার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
এর আগে ইউক্রেন সোমবার দাবি করে যে, শুক্রবার ক্রিমিয়া উপদ্বীপে তাদের হামলায় সোকোলোভ নিহত হয়েছেন।
দিমিত্রি পেসকভ বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এটি পুরোপুরি তাদের আওতাধীন এবং এখানে আমাদের কিছু বলার নেই।’
ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সেস দাবি করেছে, শুক্রবার সেভাস্তোপোলে কৃষ্ণ সাগরের সদর দপ্তরে হামলায় সোকোলোভসহ আরও ৩৩ জন কর্মকর্তা নিহত হয়েছেন। এটা সম্ভবত ক্রিমিয়ার অধিকৃত উপদ্বীপে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে সাহসী হামলা।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)