অনলাইন ডেস্ক:
মিশরের ইসমাইলিয়া শহরের একটি পুলিশ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সোমবার ভোরে শহরের নিরাপত্তা অধিদফতর থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে ভবনের মূল অংশ ধসে পড়েছে।
দু'জন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পাঠানো হয়েছে।
কিছু লোককে বের করে আনতে দেখা গেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। সূত্র: আল জাজিরা, খালিজ টাইমস
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)