অনলাইন ডেস্ক:
সাধারণ কাগজ আর টাকার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। তবে সেকথা উইপোকার তো জানা নেই, তাই তার ফলাফলও হয়েছে হয়েছে মারাত্মক। মেয়ের বিয়ের জন্য তিলে তিলে জমানো ১৮ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ ৯৩ হাজার টাকা) ব্যাংকের লকারে রেখেছিলেন ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক বৃদ্ধা। সেই অর্থই খেল উইপোকায়। গোটা ঘটনায় মাথায় হাত পড়েছে বৃদ্ধা ও ব্যাংক কর্তৃপক্ষের। কী করে ঘটল এমন ঘটনা?
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবর মাসে নগদ ১৮ লাখ রুপি এবং গয়না ব্যাংকের লকারে রেখেছিলেন অলকা পাঠক নামের ওই বৃদ্ধা। ছোট মেয়ের বিয়ের জন্য ওই টাকা জমিয়েছিলেন তিনি। যেহেতু এক বছর হয়ে গিয়েছিল, তাই ব্যাংকের নিয়ম অনুযায়ী কেওয়াইসি আপডেট করাতে হতো ওই বৃদ্ধাকে। আর সেই কেওয়াইসি আপডেট করানোর জন্য তাঁকে সোমবার ব্যাংক থেকে ডেকে পাঠানো হয়।
অলকা লকার খুলে দেখেন, টাকা নেই, ভিতরে কিলবিল করছে উইপোকা। বুঝতে বাকি থাকে না কী ঘটেছে। দ্রুত ঘটনার কথা ব্যাংক কর্তৃপক্ষকে জানান তিনি। ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সেইসঙ্গে ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। সূত্র: নিউজ ১৮
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)