অনলাইন ডেস্ক:
সব ধরনের খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বলে বলে হুঁশিয়ারি দিয়েছে গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাস। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের এই সংগঠনটির সহকারী প্রধান বলেছেন, সব ধরনের খারাপ পরিস্থিতির জন্যও তৈরি তারা।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সালেহ আল আরোরি বলেছেন, এখন সবকিছুই ঘটতে পারে এবং আমরা ইসারায়েলি অভিযান মোকাবেলার জন্য প্রস্তুত।
এই হামাস নেতার দাবি, ইসরায়েল গাজা ও পশ্চিম তীরে অভিযান ও আক্রমণ চালানোর পরিকল্পনা করছে।
হামাসের এই সহকারী প্রধান আরো বলেছেন, ‘এটা কোনো সাময়িক অভিযান নয়। আমরা আমাদের সার্বিক যুদ্ধ শুরু করেছি। আমরা লড়াই অব্যাহত রাখার প্রত্যাশা করছি। আমাদের একটাই প্রধান লক্ষ্য; আমাদের ও আমাদের পবিত্র ভূমির স্বাধীনতা।
জয় ও স্বাধীনতা না পাওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এই হামাস নেতা।
সূত্র: আল জাজিরা
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)