অনলাইন ডেস্ক:
করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬০৮ জন। সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১৬ জন। বুধবার (১১ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৯ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। অপরদিকে, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২৫ জনের এবং আক্রান্ত হয়েছে ১৬ হাজার ১২৭ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭১৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৪৩ জন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের। বুলগেরিয়ায় আক্রান্ত হয়েছে ৪৪২ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ৭১৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ২৫ হাজার ১১৩ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ২৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)