সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের মাষ্টার্সের এক ছাত্রকে মারপিট ও কুপিয়ে জখম করা হয়েছে। আহত ছাত্র বকুল কুমার মাহাতো সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউপির ভাটারপাড়া গ্রামের মৃত দীনেশ চন্দ্র মাহাতোর ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। সে বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। পুর্বের মারপিটের ঘটনায় দায়ের করা মামলা তুলে না নেয়ায় একই গ্রামের সন্ত্রাসীরা মারপিট ও কুপিয়ে জখম করেছে।
আহত বকুলের বড় ভাই উপজেলা আওয়ামী ম’স্যলীগের প্রচার সম্পাদক কানাইলাল মাহাতো জানান, প্রায় দেড়মাস আগে মন্দির কমিটির সভাপতি পদে তার বড় ভাই সুশীল মাহাতো জয়লাভ করে। এ নিয়ে প্রতিপক্ষ মাইক সুশীলের ছোট ভাই সুরেশ চন্দ্র মাহাতো ও নরেন চন্দ্র মাহাতো আমাদেরকে মারপিট করেছিল। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে সুরেশ ও নরেন মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন সময় হুমকি ও ভীতি দেখাতো। মামলা তুলে না নেয়ায় গত ৫ নভেম্বর বিকেলে স্থানীয় চায়ের দোকানে ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বকুল কুমার মাহাতো বসে থাকাবস্থায় সন্ত্রাসী সুরেশ ও নরেন মাহাতো হত্যার উদ্দেশ্যে তাকে মারপিট ও কুপিয়ে রক্তাক্ত গুরুত্বর আহত করে। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাথায় আঘাতের কারনে বকুলের মাথায় অন্তত সাতটি সেলাই দেয়া হয়েছে। তিনি আরো জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। সুস্থ হলে থানায় মামলা দায়ের করা হবে। তিনি আরো জানান, সন্ত্রাসী সুরেশ হত্যা মামলায় পাঁচ বছর জেলও খেটেছেন। তিনি অবিলম্বে এসব সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন।