অনলাইন ডেস্ক:
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার মন্ত্রিসভায় রদবদল এনেছেন। মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যুক্ত করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে।
ক্যামেরনের ফেরাকে ব্রিটিশ রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডেভিড ক্যামেরন। ব্যাপক আলোচিত ব্রেক্সিট গণভোটে হেরে প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান। এরপর পর তিনি রাজনীতির অন্তরালে চলে যান।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে ক্যামেরন বলেছেন, ঋষি সুনাকের ‘ব্যক্তিগত কিছু সিদ্ধান্তের’ সঙ্গে দ্বিমত পোষণ করলেও তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী একজন শক্তিশালী নেতা।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)