অনলাইন ডেস্ক:
সেমিফাইনালে নিউজিল্যান্ডের ম্যাচে ধুন্ধুমার খেলে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে ভারত। তবে সেই ম্যাচে উঠেছিল পিচ পাল্টে ফেলার অভিযোগ। যদিও সে নিয়ে আইসিসি কিংবা বিসিসিআই মুখ খোলেনি। নিউজিল্যান্ড ক্রিকেট দলের পক্ষ থেকেও করা হয়নি কোনো অভিযোগ।
তবে ফাইনালের আগের একটা ঘটনা আবার সেই পিচকাণ্ডকেই আবার সামনে এনেছে। এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পিচের ছবি তুললেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আর তাপরপরই অনেকে বলতে শুরু করেছেন, তবে কী ভারতকে বিশ্বাস করছে না অস্ট্রেলিয়ানরা?
অবশ্য পিচের ছবি তোলা সম্পর্কে কামিন্স বলেছেন, তিনি খুব একটা ভালো পিচ রিডার না।
তবে অনেকে মনে করছেন, ম্যাচের পিচ আর ম্যাচের জন্য তৈরি করা পিচ এক কিনা তার প্রমাণ রাখতেই এই কাণ্ড ঘটিয়েছেন কামিন্স।
ফাইনালে রবিবার দুপুর আড়াইটায় মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া। ২০০৩ বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দু’দল। তবে সেবার ভারত জিততে পারেনি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)