দুই মাসের বেশি সময় ধরে চলছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এর মধ্যে উত্তর গাজার পর দক্ষিণেও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনারা। এবার সামনে এসেছে গাজায় গণগ্রেপ্তারের দৃশ্য। কেবল গ্রেপ্তার নয়, বেসামরিক লোকদের নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে গাজায় গণগ্রেপ্তারের দৃশ্য দেখা গেছে। এসব দৃশ্যে ফিলিস্তিনিদের অন্তর্বাস পরিয়ে চোখ বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। এমনকি ছবিতে তাদের সেনাবাহিনীর গাড়ির মাজেতে ফেলে রাখতে দেখা গেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ফিলিস্তিনিকে গ্রেপ্তারের প্রেক্ষাপট ও তারিখ স্পষ্ট নয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের স্বজন ও পরিবার এ বিষয়টি নিশ্চিত করেছে।
সিএনএন গ্রেপ্তার করা ব্যক্তি ও একটি সংবাদমাধ্যমের সাথে কথা বলেছে। এসব কথোপকথনের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে, গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের সাথে হামাসের কোনো সম্পৃক্ততা নেই।
কাপড়চোপড় খুলে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন করছে ইসরায়েলিরা (ভিডিও)
ইসরায়েলি হামলায় প্রাণ গেল ইসরায়েলি বন্দির
দ্য ইউরো-মেডিটারিয়ান হিউম্যান রাইটস মনিটর গ্রেপ্তার ব্যক্তিদের ছবি প্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনারা কয়েক ডজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এসব লোকের সাথে দুর্ব্যবহার করছে ইসরায়েলি সেনারা।
পর্যবেক্ষক এ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনারা বিক্ষিপ্তভাবে গণগ্রেপ্তার চালাচ্ছে। এ তালিকায় সাংবাদিক, চিকিৎসক, শিক্ষাবিদসহ বৃদ্ধরা রয়েছেন।
সিএনএন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও বেইত লাহিয়া অঞ্চলের। বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ফোর্সের মন্তব্য জানতে চাইলে তারা সাড়া দেয়নি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)