বাড়ির আঙিনায় দাঁড়িয়ে প্রবাসী ছেলের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন মা মদিনা খাতুন। অন্য দিকে বাবার কথা মনে আসতেই দুচোখ ভিজে যাচ্ছে ৮বছরের শিশু মনিরুলের। কি হয়েছে জিজ্ঞাসা করতেই বাকরুদ্ধ সে। ২ বছরের মারিয়া এখনো বুঝে উঠার বয়স হয়নি বাবা হারানো শোক কি? যে কিনা পায়নি বাবার হাতের ছোঁয়াও।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় সড়ক দূর্ঘটনায় নিহত রাউজান প্রবাসী নুরুল আলম নামের পরিবারের কথা।
গত (১৬ ডিসেম্বর) শনিবার সড়ক পার হয়ে রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারি দিতে বের হলে ফুজাইরার গোরফা বলদিয়া মার্কেটের পাশে গাড়ীর সাথে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ফুজাইরাহ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
নিহত নুরুল আলম রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত ইউনুস মিয়ার পুত্র। ৭ভাই ২ বোনের মধ্যে তিনি ৫ম সন্তান। ১২বছর আগে একই উপজেলার গহিরা গ্রামের আবু সৈয়দের মেয়ে শাখি আকতারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সংসারে মনিরুল নামে ৮ বছরের ছেলে ও মারিয়া নামে ২বছরের কন্যা সন্তান রয়েছে।
২১ ডিসেম্বর সরেজমিনে তার গ্রামের বাড়ি পরিদর্শনে গিয়ে দেখা যায় শোকের ছায়া পুরো গ্রাম জুড়ে। পরিবার সূত্র জানা যায় আগামী শনিবার তার লাশ দেশে আসার কথা রয়েছে। স্থানীয় ইউপি সদস্য একরাম হোসেন বলেন, সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু খবর জেনেছি। তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা শোক আহত।
টিপিএন২৪/ হৃদয়
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)