নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রবিবার (৭জানুয়ারি)। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনায় জানা যায় কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে বিজয়ী হয়েছে। ফলাফল ঘোষণার পর থেকেই প্রতিদ্বন্দ্বী নৌকার কর্মী ও সমর্থকদের ওপর ব্যাপক সহিংসতা শুরু করেছে ট্রাকের সমর্থকরা। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে হোমনায় সহিংস হয়ে উঠেছে ট্রাক প্রতীকের সমর্থকরা। তারা নৌকার সমর্থকদের উপর ভয়াবহ হামলা চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীর সূত্র এবং ছবি ও ভিডিও ফুটেজ থেকে জানা যায় ট্রাক মার্কার সমর্থকরা নৌকার সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়ে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করছে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আগেই প্রশাসনের হস্তক্ষেপ জরুরী হয়ে পড়েছে বলে দাবী এলাকাবাসীর।
এর আগে রবিবার জাতীয় নির্বাচনে হোমনা আওয়ামী লীগের পক্ষ থেকে ট্রাক প্রতীকের বিরুদ্ধে ৬টি কেন্দ্রে ভোট ডাকাতির অভিযোগ করা হয়। মূলত সহিংসতার শুরু হয় নির্বাচনের দিন থেকেই। বেশ কয়েকটি কেন্দ্রে নৌকার সমর্থকেরা হামলার শিকার হয়েছিল।