নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে গভীর রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত ছিন্নমুল মানুষের মধ্যে কম্বল বিতরন করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাজার ষ্টেশনে শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে নিজ হাতে তিনি এ কম্বল বিতরন করেন। এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল, মৎস্যজীবিদলের আহবায়ক মনিরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আলী জোয়ার্দার, জেলা যুবদলের প্রচার সম্পাদক রবি, স্বেচ্ছাসেবক দল পৌরর যুগ্ম আহবায়ক মাসুদ রানা মুন, ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরনকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ কম্বল বিতরন করা হচ্ছে। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।