- সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী শিপন মিয়া (২৮)কে ৩৩০ (তিনশত ত্রিশ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। অপরদিকে একই সাথে অভিযান পরিচালনা করে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক আসামী লেবু আকন্দ (৪৫) কে গ্রেফতার করে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সে কুপতলা পন্ডিতপাড়া গ্রামের মৃত মনছের আকন্দের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম।