অনলাইন ডেস্ক:
আরব লিগ ৬০ ইসরায়েলি সংস্থা ও উগ্রপন্থি বসতি স্থাপনকারী দলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। তাদের বিরুদ্ধে আল আকসা প্রাঙ্গণ জবরদখল এবং পশ্চিম তীরে বসতি স্থাপন করার অভিযোগ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংগঠনটি।
একই বৈঠক থেকে ২২ ইসরায়েলি ব্যক্তির বিরুদ্ধেও ফিলিস্তিনি মানুষের ওপর গণহত্যার অভিযোগ এনেছে আরব লিগ। এবার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যেতে চায় সংস্থাটি।
আর ইসরায়েলকে বসতি স্থাপন ও আগ্রাসনের কাজে সহায়তা করা ৯৭টি কোম্পানিকেও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে আরব লিগের নেতারা। লিগভুক্ত দেশগুলো এ সিদ্ধান্ত কার্যকর করতে চূড়ান্ত ব্যবস্থা নেবে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষের প্রাণ গেছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। খাবার ও সুপেয় পানির অভাবে ভুগছেন অনেকে। এর মাঝেই জাতিসংঘে ফিলিস্তিনি সহায়তা বিষয়ক তহবিলে সাহায্য দেয়া বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি মার্কিন মিত্র দেশ।
সূত্র: প্রেস টিভি
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)