সিরাজগঞ্জের কামারখন্দে রাতে আধারে কৃষকের গোয়াল থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার মাহমুদাকোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় কামারখন্দ থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক কাদের শেখ জানান, বুধবার রাতে খাবার খেয়ে গোয়ালে তালা লাগিয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরি। পরে রাত ২ টার দিকে গোয়াল ঘরের ভিতর শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখি কয়েকজন অজ্ঞাতনামা চোরেরা আমার গোয়াল থেকে গরু নিয়ে রাস্তায় পিকআপ উঠাচ্ছে। তখন আমি চিৎকার করলে চোরেরা পিকআপ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে