নীলফামারীর ডিমলায় ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মেরাজ আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নীলফামারীর একটি দল।
মঙ্গলবার (১২ মার্চ)শেষ বিকেলে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি ডাঙ্গা পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ প্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের গফফার উদ্দিনের ছেলে।নীলফামারী ডিএনসি সুত্রে জানা যায়,মেরাজ আলী দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিলেন এমন গোপন সংবাদ নিশ্চিত হয়ে মঙ্গলবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ হাতে-নাতে প্রেপ্তার করা হয়।
পরে রাতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মেরাজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত)মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
এই ফেন্সিডিল উদ্ধার চলমান অভিযানেরই একটি অংশ।