সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের ৭৬ তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন কওমী ও হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কোরান শরিফ বিতরণ করেছেন তার পুত্র তানভীর শাকিল জয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার শহিদ এম. মনসুর আলী মিলনায়তনে মোহাম্মদ নাসিমের ৭৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয় বলেন, কাজিপুরবাসীর নয়নের মণি ছিলেন আমার পিতা মরহুম মোহাম্মদ নাসিম। এবার পবিত্র রমজান মাসে মোহাম্মদ নাসিমের জন্মদিনে উপজেলার কুরআনের পাখিদের মাঝে কুরআন শরিফ বিতরণ করলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম বক্তব্য রাখেন। এরপর মোহাম্মদ নাসিম স্মরণে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)