বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

কুড়িগ্রামে পুকুরে খেলতে গিয়ে প্রাণ গেল ২ শিশুর

অনলাইন ডেস্ক: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ১৫ মে, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে গাছের গুঁড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে লিপন (৬) ও মেহেদী হাসান (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপন ওই এলাকার রাশেদের ছেলে ও মেহেদী হাসান মাঈদুলের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবলু মিয়া।

স্থানীয়রা জানান, পুকুরের পানিতে গাছের গুঁড়িতে ওঠে খেলতে ছিল শিশু দুজন। খেলতে খেলতে এক সময় গাছের গুঁড়ির নিচে পড়ে শ্বাসরোধে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা টের পেয়ে ওই পুকুর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করে।

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবলু মিয়া বলেন, পুকুরের পানিতে গাছের গুঁড়ি দিয়ে খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের হয়েছে।

উলিপুর থানা পুলিশের ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir