স্মার্টফোন ব্র্যান্ড অপো ‘এ১৮’ একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এসেছে। ডিভাইসটি আগের ভ্যারিয়েন্টটির মতোই অসাধারণ হলেও পাওয়া যাবে সুবিধাজনক দামে।
অপো এ১৮ এর সর্বশেষ এডিশনে রয়েছে ‘৪জিবি র্যাম ও ৬৪জিবি রম’ ভ্যারিয়েন্ট, যেটির বাজারমূল্য মাত্র ১২,৯৯০ টাকা। ফোনটিতে রয়েছে ৯০হাটর্জ সানলাইট ডিসপ্লে।
এই ভ্যারিয়েন্টটি বাজারে পাওয়া যাবে ‘গ্লোয়িং ব্ল্যাক’ এবং ‘গ্লোয়িং ব্লু’ রঙে। গ্রাহকরা লাভ করবেন ‘পার্লি ডিজাইন’ অথবা ‘সামারটাইম স্পিরিটেড হিউ’ এর অভিজ্ঞতা।