সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
কোনাবাড়ী গ্রামের যুব সমাজের উদ্যোগে শুক্রবার (১২ই জুলাই ) বাদ জুমা অত্র গ্রামের সম্মানিত মুরুব্বিগণ কবরস্থানে বাউন্ডারি ওয়ালের উদ্বোধন করেন।
কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ উদ্বোধনে উপস্থিত ছিলেন কোনাবাড়ী গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদ্বোধন শেষে কবরবাসীর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য ২১ জুন কোনাবাড়ী গ্রামের কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মানের কমিটি গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে অত্র গ্রামের কৃতি সন্তান রংপুর রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান রকিকে আহবায়ক, গ্রামের মুরুব্বি আলহাজ্ব মুকুল হোসেন, ওবাইদুর রহমান পলাশ, পারভেজ সরকার ও ফরিদুল ইসলামকে সম্মেলিত ভাবে কোষাধ্যক্ষ করে একটি কমিটি গঠন করা হয়।
সভা শেষে ঐদিন গ্রামের লোকজন ব্যক্তিগত ভাবে তাৎক্ষণিক কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মানের জন্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন।
গ্রামের সরকারি চাকরিজীবি, ব্যবসায়ী, প্রবাসী, কৃষক ও দিনমজুর এবং স্বেচ্ছায় সকল শ্রেণী পোশার মানুষ উন্নয়ন কাজে অংশগ্রহণ করে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শেষ করবেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)