সিরাজগঞ্জের বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসুচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শনিবার বিকেল তিনটায় বৃষ্টি উপেক্ষা করে শহরের প্রাণকেন্দ্র বাজার ষ্টেশন জড়ো হয় ছাত্র-জনতা। পরে বিক্ষোভ মিছিল বের করে মালসাপাড়া কবরস্থান ঘুরে পুনরায় বাজার স্টেশন এসে রাস্তা অবরোধ করে ঘন্টাব্যাপী শ্লোগান দেয়।
পুনরায় আবারো বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিন শেষে বাজার ষ্টেশন এলাকা কিছুক্ষন অবরোধ করে প্রোগামের সমাপ্তি ঘোষনা করেন। এসময় ছাত্র-জনতা নানা ধরনের শ্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। তবে পুলিশ কঠোর অবস্থানে থাকলেও নীরব ভুমিকা পালন করেছে।