বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগের মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার ঘটনায় আহত আরও দুই পুলিশ সদস্য মারা গেছে।
সোমবার সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল হান্নান মিয়া সাংবাদিকদের বলেন, “আহতদের মধ্যে একজন এসআই ও একজন কনস্টেবল গুরুতর আহত অবস্থায় রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তারা রাতে মারা গেছেন।”
রোববার এনায়েতপুর থানার দক্ষিণে ছাত্রদের সঙ্গে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনও জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা থানার দিকে যান। থানার সামনে আসার পর পুলিশ তাদের বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে ঘণ্টাখানেক ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে। একপর্যায়ে আন্দোলনকারীরা থানার ভেতরে ঢুকে আগুন দেন। এরপর আন্দোলনকারীরা ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে।
এনায়েতপুর থানায় মোট ৫৯ পুলিশ সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৫ জন নিহত হয়েছেন। বাকিরা আহত হলেও তারা শঙ্কামুক্ত বলে জানান আব্দুল হান্নান মিয়া।