নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪০ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩১ জন। তারা উত্তরাঞ্চলীয় সামিনাকা শহরে নবী মুহাম্মদ (সা.) জন্মদিন উদযাপনে আয়োজিত ঈদে মিলাদুন্নবী পালন করতে যাচ্ছিলেন।
আহমেদ দয়াবু নামে অনুষ্ঠানের একজন সংগঠক জানিয়েছেন, লেরে শহরের কাছে তাদের বাসটি সামনে থেকে আসা একটি ট্রাকের সামনে পড়ে। মুহূর্তেই মুখোমুখি সংঘর্ষ হয়। ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত ৩১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাদুনা স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির একজন কর্মকর্তা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি ৩৬ জন নিহত হয়েছেন বলে জানান।
দয়াবু আরও বলেন, দুর্ঘটনার আগে মুসল্লিরা কোয়ান্ডারে শহর থেকে সামিনাকার পথে যাত্রা করেছিল। লেরে শহরে পৌঁছানোর পর তাদের বহনকারী বাসটির সঙ্গে একটি ট্রেলার ট্রাকের সংঘর্ষ হয়। বাসটিতে ৭১ যাত্রী ছিল।
বিবিসি সোমবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। খবরে বলা হয়, নাইজেরিয়ায় সড়কে মারাত্মক সংঘর্ষ খুবই সাধারণ ঘটনা। ড্রাইভার ও যাত্রী উভয়ই নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত। এছাড়া নিরাপত্তা বিধিনিষেধও শিথিলভাবে প্রয়োগ করে থাকে কর্তৃপক্ষ।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে নাইজেরিয়া জুড়ে সড়ক দুর্ঘটনায় ১৪৭০ জনেরও বেশি লোক মারা গেছেন। মূলত প্রতিদিন গড়ে প্রায় ১৬ জন নিহত হয়েছেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)