বলিউডের আলোচিত তারকা অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রায় বচ্চন। কানস ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেবদাস’-এর প্রদর্শন হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ঐশ্বরিয়ার জনপ্রিয়তা। এরপর হলিউডে একাধিক ছবির প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিছু প্রস্তাবে রাজি হয়েছিলেন, বাকি ফিরিয়ে দিয়েছিলেন।
এই ফেরানোর তালিকায় রয়েছে অস্কারজয়ী জনপ্রিয় হলিউড তারকা ব্র্যাড পিটের ‘ট্রয়’ ছবি। এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছিলেন ঐশ্বরিয়া।
মুখ্য চরিত্রে না হলেও এই ছবিতে এক মাঝারি অথচ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে তার জন্য অন্তত ৮ মাস হলিউডে থাকতে হত তাকে। ঐশ্বরিয়া তখনও জানতেন না, এটাই হলিউডের নিয়ম।
চরিত্র ছোট্ট হলেও যাতে ছবির শুটিং চলার ফাঁকে অভিনেতা-অভিনেত্রীদের ডেট নিয়ে আচমকা কোনও সমস্যা না হয়, তার জন্য এই চুক্তি করে রাখেন বিগ বাজেট হলিউড ছবির নির্মাতারা। অথচ সেই সময় ঐশ্বরিয়ার হাতে একগুচ্ছ নামিদামি হিন্দি ছবির পরিচালকদের কাজের প্রস্তাব ছিল। সেইসব ছবির জন্য ডেট-ও দেওয়া ছিল।
তবু একটা চেষ্টা করতে পারতেন তিনি, যদি না তাকে টানা হলিউডে ৮-৯ মাস থাকতেই হবে, এই নির্দেশ না দেওয়া হতো। তাই ছেড়েছিলেন ব্র্যাড পিটের নায়িকা হওয়ার প্রস্তাব। শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করেন রোজ বায়ির্ন।
পরবর্তী সময়ে ২০১২ সালে এক সাক্ষাৎকারে ব্রাড পিট এই ঘটনার কথা উল্লেখ করেছিলেন। জানিয়েছিলেন ঐশ্বরিয়ার সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কথা আজও তার মনে রয়ে গেছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)