সিরাজগঞ্জের কাজিপুরে প্রকাশ্যে গাড়ি থেকে চাঁদা তোলার সময় সেনাবাহিনীর অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড করার পর মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এসময় ১১ হাজার ১ শত ৬৩ টাকা, ৮ টি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়।
৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার আলমপুর চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কাজিপুরের আলমপুর এলাকার বাবু, হৃদয় বাবু (২২), শাওন হাসান (১৯), হৃদয় হাসান (১৯), মো: সোহেল, বেলাল (৩০), সজীব (১৯), মো. রুবেল (৩০)।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবত রাস্তায় চলাচল করা থ্রী-হুইলার থেকে শুরু করে সকল যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করতো। এমন তথ্য পেয়ে কাজিপুর আর্মি ক্যাম্পের (ভারপ্রাপ্ত) ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ১ হাজার টাকা অর্থদণ্ড করে মুচলেকা গ্রহনের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় ও জব্দ করা ১১ হাজার টাকা এতিমখানায় বিতরণসহ চাঁদা আদায়ের রশিদ গুলো পুড়িয়ে দেওয়া হয়।