সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

দুই ‘কমেডি কিং’ আবারও একসাথে, আসছে ‘ভাগাম ভাগ’-এর সিক্যুয়াল

অনলাইন ডেস্ক: / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন

অক্ষয় কুমার আর গোবিন্দা। বলিউডের ইতিহাসে এই দুই অভিনেতাকে বলা হয় ‘কমেডির কিং’। বিশেষ করে অক্ষয় আর প্রিয়দর্শন এই পরিচালক-অভিনেতা কম্বো তো বলিউডের ইতিহাসে ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’ থেকে শুরু করে অসংখ্যা কাল্ট কমেডি চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের। সম্প্রতি ঘোষণা এসেছে, এই জুটির নতুন চলচ্চিত্র আসবে যার নাম ‘ভূত বাংলো।’

তবে এর পরেই এসেছে নতুন এক সুখবর। কমেডি জনরার অন্যতম হিট সিনেমা ‘ভাগাম ভাগ’-এর দ্বিতীয় কিস্তি আসছে এবার। বিগত সময়ে একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বেশ বিপাকে রয়েছেন অক্ষয় কুমার। তাই আপাতত অ্যাকশন ছেড়ে কমেডির দ্বারস্থ হয়েছেন খিলাড়ি।
শোনা যাচ্ছে, ‘ভাগাম ভাাগ’ সিনেমার স্বত্ব কিনে নিয়েছেন অক্ষয় কুমার। শিগগিরই আসছে অক্ষয় কুমার, গোবিন্দা, পরেশ রাওয়ালের এই সিনেমার সিক্যুয়াল। অর্থাৎ ২০ বছর পর পর্দায় ফিরতে চলেছে ‘ভাগাম ভাগ ২’।

২০০৬ সালে মুক্তি পেয়েছিল দুর্দান্ত কমেডি প্যাকেজ ‘ভাগাম ভাগ’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, গোবিন্দা ও পরেশ রাওয়াল।

ছিলেন রাজপাল যাদব, শক্তি কাপুর, জ্যাকি শ্রফের মতো তাবড় সব অভিনেতারা। আর সেই কমেডি সিনেমা বানানোর প্রস্তুতিই আবার শুরু হয়ে গেছে। সিনেমার চিত্রনাট্য লেখার কাজও শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। এটা শেষ হলেই ‘ভাগাম ভাগ ২’ পরিচালক কে হবেন, তা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে।
এর আগে ‘ভাগাম ভাগ’ পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন।

শোনা যাচ্ছে, প্রিয়দর্শনের হাতেই নাকি দেওয়া হতে পারে দ্বিতীয় কিস্তির পরিচালনার ভার। ২০০৬ সালে ‘ভাগাম ভাগ’ শুধুই বড় হিট নয়, এই সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায় এখনো। আর ২০ বছর পর সেই আইকনিক কমেডির সিক্যুয়ালই আবার ফিরছে। জানা যাচ্ছে, সিনেমার শুটিং শেষ হবে ২০২৫ সালের শেষের দিকে, আর মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালে।

নতুন বছরে অক্ষয় কুমারের একাধিক ফ্র্যাঞ্চাইজির সিনেমা মুক্তি পাওয়ার কথা। যার মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘হেরা ফিরির’ মতো ফ্র্যাঞ্চাইজি। আসবে ওয়েলকামের তৃতীয় কিস্তি। এ ছাড়া ‘গরম মাসালা’র সিক্যুয়ালও আসতে পারে বলে শোনা যাচ্ছে। যে সিনেমাগুলোর মুলে থাকবেন কমেডি কিং অক্ষয় কুমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir