শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

তাড়াশে অর্থনৈতিক শুমারি উপলক্ষে অবহিত করণ সভা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৫০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে অর্থনৈতিক শুমারি’২০২৪ উপলক্ষে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে ওই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় ওই অবহিত করণ সভার আয়োজন করেন।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা প্রাথমিক কর্মকর্তা মোসাব্বির হোসেন খাঁন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, সমবায় বায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমূখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইুসং মং মারমা বলেন, অর্থনৈতিক শুমারীর মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থার চিত্র উঠে আসে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নীতি নির্ধারণ, ভবিষ্যত পরিকল্পনা প্রনয়ন ও এ বিষয়ে গবেষনার জন্য জরিপটি অতিব গুরুত্বপূর্ণ। আশা করি সকলের সার্বিক সহযোগীতায় এ জরিপের মাধ্যমে তাড়াশ উপজেলার অর্থনীতির সঠিক চিত্র উঠে আসবে। তিনি ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলমান এ শুমারিতে সকলকে তথ্য দিয়ে সহযোগীতা আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir