শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবীতে ভিসিসহ সকল শিক্ষক-কর্মচারীর স্মারকলিপি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবীতে ভিসিসহ সকল শিক্ষক-কর্মচারীর স্মারকলিপি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল নাটোরের গুরুদাসপুরে ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা, এসিসহ আহত ৫ ২২টি মামলার আসামি,চিহ্নিত মাদক কারবারি লালন গ্রেফতার উত্তরায় পেশাদার ছিনতাইকারী চক্রের আট সদস্য গ্রেফতার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে ৯ দশমিক ৬ ডিগ্রি রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে প্রাণ গেল দুই বন্ধুর রাবিতে রাজশাহী কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

‘সব শক্তি’ নিয়ে ভারতকে হারাতে নামবে বাংলাদেশের যুবারা

অনলাইন ডেস্ক / ৬২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৭:০২ অপরাহ্ন

আগের আসরের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশের যুবারা। গত আসরে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল তারা।

এবারও উঠেছে ফাইনালে। সেমিফাইনালে পাকিস্তানকে ১১৬ রানে আটকে রেখে পেয়েছে ৭ উইকেটের জয়।

শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা উঠেছে ফাইনালে। রোববার দুবাইয়ে হবে ফাইনাল। এই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘ফাইনালে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আমাদের সর্বশক্তি নিয়ে ইন শা আল্লাহ যাবো। আমরা আমাদের জায়গায় সেরাটা দেওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের দোয়া ও সমর্থন করবেন। ’

পাকিস্তানের বিপক্ষে সেমিতে বেশ দাপট দেখিয়েই জিতেছে বাংলাদেশ। প্রথমে বোলাররা ১১৬ রানে আটকে রাখেন প্রতিপক্ষকে। পরে ব্যাট হাতে চাপে পড়লেও অধিনায়ক আজিজুল হক তামিমের ৪২ বলে ৬১ রানের ইনিংসে ভর করে সহজ জয় পায় বাংলাদেশ। নিজের ইনিংস নিয়ে আনন্দের সঙ্গে আজিজুল জানিয়েছেন, ভুল কমানোর স্বস্তি আছে তাদের।

তিনি বলেন, ‘আজকে আমরা ম্যাচ জিতেছি ভালো লাগছে। যেটা হচ্ছে প্রথমে টসটা জিতেছি। আল্লাহর রহমতে সবকিছু আমাদের ফেভারে ছিল। বোলাররা সবাই অনেক ভালো করেছে। বিশেষ করে ইমন, মারুফ, আরও যারা আছে। ওরা অনেক ভালো বল করেছে। এর মাধ্যমে ১১৬ রানে অলআউট করতে পেরেছি। ’

‘ওদের (সতীর্থদের) কাছে বার্তা ছিল, বলেছি আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবো। যে ভুলগুলো করে এসেছি, সেগুলো কমাবো। আমরা সেটা করে দেখিয়েছি। আজকে যে ইনিংসটা আমি খেলেছি, ভালো লাগছে। দলের জন্য জিতেছি, দেশের জন্য জিতেছি খুব ভালো লাগছে। ’

পাকিস্তানকে অল্পতে আটকে রাখার নায়ক ইকবাল হোসেন ইমন। ৭ ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট নেন তিনি। হয়েছেন ম্যাচসেরাও। এ নিয়ে রোমাঞ্চিত পেসার জানিয়েছেন, দলের জন্য পারফর্ম করতে পেরে খুশি তিনি।

ইমন বলেন, ‘আজকের উইকেটটা আসলেই ভালো ছিল। ফ্রেন্ডলি উইকেট, পেস বোলিং উইকেট। আমি আমার জায়গায় বল করেছি, সফল হয়েছি। ম্যান অব দ্য ম্যাচ হয়ে আমি খুবই রোমাঞ্চিত, অনেক খুশি হয়েছি। আসলে দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমার পারফরম্যান্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir