সিরিয়ায় জরুরি ভিত্তিতে দেড় কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। দেশটিতে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধি গোঞ্জালো ভারগাস লোসা বিবিসিকে বলেন, সাম্প্রতিক সময়ে সিরিয়ার সংঘাতে ৮ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।
এর আগেই সিরিয়ায় অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে আরও ৭০ লাখ মানুষ। এছাড়া ৫০ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।
গোঞ্জালো ভারগাস লোসা বলেন, এখানে বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে। বহু মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে।
এদিকে কাতারের সামরিক বাহিনী জানিয়েছে, তুরস্কের গাজিয়ানটেপ দিয়ে বিমানে করে সিরিয়ায় তাদের প্রথম ত্রাণ সহায়তা সরবরাহ করা হয়েছে। সিরিয়ায় খাবার এবং ওষুধ সরবরাহ করার বিষয়টি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)