সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আতাউর রহমান আতাই (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরপাশের বিলেরখড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আতাই মিয়া পুটামারা গ্রামের পশ্চিমপাড়ার মৃত বশির মিয়ার ছেলে। এর আগে শুক্রবার সন্ধ্যায় বেরিয়ে তিনি রাতে আর বাড়ি ফিরেননি।
আতাইয়ের পরিবারিক সূত্র জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি স্থানীয় পুটামারা বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হনে। পরে রাতে আর বাড়ি ফিরেননি। শনিবার সকালে বিলেরখড় হাওরে রক্তাক্ত অবস্থায় একজনের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে আতাইয়ের পরিবারের লোকজন এসে শনাক্তের পর পুলিশ লাশ উদ্ধার করে।
আতাইয়ের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত দেখা যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজাইর আল মাহমুদ আদনান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)