পশ্চিম ইরানের একটি প্রত্যন্ত অঞ্চলে আন্তঃনগর বাস খাদে পড়ে নয়জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৪ জন।
রবিবার (২২ ডিসেম্বর) বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, রাজধানী তেহরান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায় শনিবার (২১ ডিসেম্বর) এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা যান। গুরুতর আহত অবস্থায় ১৭ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও তিনজন মারা যান।
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, যাত্রীরা ছিলেন সৈনিক। যারা দেশের দক্ষিণ থেকে পশ্চিমে যাচ্ছিলেন। বাসটিতে ২৭ জন যাত্রী ছিল।
পুলিশের ধারণা চালক দ্রুত গতিতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সূত্র: এপি
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)