জামালপুরের সদর উপজেলায় শিক্ষক দম্পতি ঘুরতে বের হয়ে মোটরসাইকেলের গতি হারিয়ে শিক্ষক স্বামীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়ে শিক্ষক স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে স্বামীর মৃত্যুর খবর এখনো জানে না আহত স্ত্রী।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার মহেশপুর কালিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক রাজু আহমেদ। তিনি ৪০তম বিসিএস শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়ে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। আহত স্ত্রী সাদিয়া আক্তার তিনি জামালপুর পৌর শহরের বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাজু আহমেদ নিজ বাড়ি থেকে বিকেলে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন।
জামালপুর -ময়মনসিংহ সড়ক ঘুরে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের পেছনের আসন থেকে স্ত্রী সাদিয়া আক্তার পড়ে যান। এসময় পেছন দিকে তাকাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে দুজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)