প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৫, ১০:১৮ এ.এম
হালুয়াঘাটে নাশকতার মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য শিমুল আটক

ময়মনসিংহের হালুয়াঘাট থেকে সাবেক জেলা পরিষদের মহিলা সদস্য ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আসমাউল হুসনা শিমুলকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জয়িতা মহিলা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসমাউল হোসনা শিমুল হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের পল্লী পশু চিকিৎসক নজরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় এলাকাবাসী জানান, জেলা পরিষদ সদস্য থাকার পরিষদের বিভিন্ন প্রকল্পে শিমুল দুর্নীতির মাধ্যমে অনেক অর্থ সম্পদ করেছেন।
সংসারে অভাব থাকা সত্বেও গ্রামের ইউপি সদস্য হিসেবে নির্বাচন করে পরাজিত হন। সে সময় আওয়ামী লীগের এমপি জুয়েল আরেং এর আশীর্বাদ পেয়ে হয়ে যান জেলা পরিষদ সদস্য। সেই সঙ্গে ঘুরে যায় তার ভাগ্যের চাকা। বেশ কিছুদিন আগে প্রাইভেটকার ক্রয় করেছিলেন।
স্থানীয়দের দাবি দুর্নীতি দমন কমিশন থেকে জেলা পরিষদে তার দেওয়া প্রকল্পগুলো অনুসন্ধান করলেই দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়গুলো বেরিয়ে আসবে।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলার মামলায় তাকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)