মিয়ানমারের রাখাইনের এক গ্রামে চালানো দেশটির সামরিক সরকারের বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার রাতে প্রকাশিত বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, জান্তা সরকার বুধবার বিকালে ইয়ানবাই শহর সংলগ্ন কিয়াউক নি মাও গ্রামে বিমান হামলা চালায়। এতে প্রায় ৫০০ বাড়ি ধ্বংস হয়েছে। ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
মিয়ানমারের অন্য বিরোধী শক্তিগুলোও একই কথা জানিয়েছে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সামরিক সরকারের মুখপাত্র।
আরাকান আর্মি হামলায় নিহত ২৬ মুসলিম গ্রামবাসীর নামও প্রকাশ করেছে।
২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী অঙ সান সু চির দলকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয়। এরপর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা চলছে। সামরিক সরকার রক্তক্ষরণের মধ্য দিয়ে অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ দমনের পর থেকে জান্তা বিরোধীরা অস্ত্র তুলে নিয়ে সশস্ত্র বিদ্রোহ শুরু করে।
জাতিসংঘ তাদের বিবৃতিতে, সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)