বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

মতিঝিলে মোটরসাইকেলযোগে ছিনতাই,গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৪১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ৭:০২ অপরাহ্ন



মোটরসাইকেলযোগে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে তিনদিক থেকে ব্যারিকেড দিয়ে পেশাদার ছিনতাইকারী চক্রের তিনজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- দ্বীন ইসলাম (৩৪), জাহাঙ্গীর কবির (৩৫) ও মো.শরীফ (১৯)। এসময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত একটি ভ্যানিটি ব্যাগ ও তিনটি মোবাইল ফোন এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি ) রাত সাড়ে ১১ টায় মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মতিঝিল থানা পুলিশের একটি টহল টিম নিয়মিত টহল ডিউটি করার সময় সংবাদ পায় কয়েকজন ছিনতাইকারী রাজারবাগ মোড় এলাকা হতে ছিনতাই করে ফকিরাপুলের দিকে পালিয়ে যাচ্ছে। টহল টিম বিষয়টি মতিঝিল থানার অন্যান্য টহল টিমকে অবহিত করে। সংবাদ পেয়ে টহল টিমগুলো ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য মতিঝিলের শাপলা চত্বর ও আরামবাগ এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে দশ ঘটিকায় ছিনতাইকারীরা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ফকিরাপুল মোড় অতিক্রম করে মতিঝিল শাপলা চত্বরের দিকে যাওয়ার সময় আরামবাগ এলাকায় পৌঁছলে তিন দিক থেকে ব্যারিকেড দিয়ে তাদেরকে গ্রেফতারের জন্য ধাওয়া করে থানা পুলিশ। ছিনতাইকারীরা পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলসহ দ্রুত পালানোর সময় সামনে থাকা একটি রিকশাকে সজোড়ে ধাক্কা দেয়। ফলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পুলিশ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় ছিনতাইকারী দলের কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়।

মতিঝিল থানা সূত্রে আরো জানা যায়, গ্রেয়তারকৃতরা রাজারবাগ মোড় এলাকায় ধারালো চাকুর ভয় দেখিয়ে রিকশা আরোহী অজ্ঞাতনামা এক মহিলার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিলো। এ ঘটনায় মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে সময় সুযোগ বুঝে মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের নিকট হতে অর্থসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir