বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর মার্চের প্রথম সপ্তাহে ইউরোপ সফরে প্রথম আসেন ইতালিতে। তার ইতালি আগমন উপলক্ষে ইতালিতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত কমিটির উদ্যোগে পরিচিতি ও সংবর্ধনা সভা এবং জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর বাংলাদেশ বির্নিমাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেনেভো সিটির গ্রান্ড হোটেল সাভোয়ার কনভেনশন হলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইতালির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।
সংগঠনের ইতালি শাখার সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সভাপতি, উচ্চতর পরিষদের সদস্য ও গণঅধিকার পরিষদ সহ সভাপতি জনাব ইন্জি: মো: কবীর হোসেন।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইতালির উপদেষ্টা জনাব রোমান জান্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুল হোসাইন জীবন। গণঅধিকার পরিষদের আন্তর্জাতিক বিষয়ক জনাব মো: খাইরুল আমিন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইতালির উপদেষ্টা জনাব রুহুল আমিন তালুকদার।
আরও উপস্থিত ছিলেন, জামান সিদ্দিকী, সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইউকে শাখা।জনাব আকমল হোসেন, সহ সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইউকে শাখা। জনাব আবির ইসলাম সবুজ, সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর। সঞ্চালনায় ছিলেন জনাব জানি আলম (জনি), সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইতালি। জনাব আছনাদ উদ্দিন হক, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইতালি।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইতালি শাখার সহ সভাপতি ইউসুফ চৌকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, খান মোহাম্মদ অপি প্রমুখ।
সভায় বক্তারা প্রবাসীদের অধিকার, ভোগান্তি এবং সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের সমস্যা সমাধানে গণঅধিকার পরিষদ সবসময় পাশে ছিল এবং থাকবে।’ তিনি প্রবাসীদের যেকোনো সমস্যার সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় এবং প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতেও প্রবাসীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখা প্রবাসীদের অধিকার আদায়ে এবং তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)