'জাতীয় সংগীতের বিরুদ্ধে ষড়যন্ত্র মানি না, মানব না' এই শ্লোগানকে সামনে নিয়ে জাতীয় সংগীত গেয়েই ‘অবমাননার’ বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিবাদ জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এসময় তিনি বলেন, ১৯৭১ সালে শহীদ জিয়া'র স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়ে দেশ স্বাধীনতা লাভ করে। সেই থেকে স্বাধীনতাকে ধারন করতে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে ৭১'র স্বাধীনতার কথা প্রকাশ পায়। স্কুল-কলেজে এ্যাসাম্বলির মাধ্যমে জাতীয় সংগীত গাওয়া হয়। এই জাতীয় সংগীতের মাধ্যমেই আমরা ৭১'র স্বাধীনতা খুজে পায়। আজ আমাদের এই জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আজ প্রথম প্রতিবাদ শুরু করলাম। জাতীয় সংগীতের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ধীরে ধীরে সিরাজগঞ্জের প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ে তোলশ হবে।
বুধবার সকাল ১০টায় শহরের মুজিব সড়কস্থ সবুজ কানন স্কুল এন্ড কলেজের সম্মুখে অবমাননার’ প্রতিবাদ জানালেন সিরাজগঞ্জ জেলার সবুজ কানন স্কুল এন্ড কলেজের হাজার শিক্ষার্থী। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে তারা ওই ঘটনার প্রতিবাদ জানান। ‘অবমাননার’ প্রতিবাদ সভায় সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাসুদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিলন ইসলাম খান, সবুজ কানন স্কুল এন্ড কলেজ এর ম্যানেজি কমিটির সদস্য মইলুন ইসলাম, জেলা বাসদ এর আহবায়ক নব কুমার, সহকারি শিক্ষক এনামুল করিম, আব্দুল লতিফ, কাওছারুল আজম। শিক্ষার্থীদের মধ্য থেকে ৯ম শ্রেণির ছাত্রী ফাল্গুনী রাণী প্রেমা তার বক্তব্যে বলেন, ৭১ এর স্বাধীনতার মধ্যদিয়ে আমরা একটা দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি। তাই, যারা ৭১ কে অস্বীকার করতে চা, জাতীয় সংগীতকে অস্বীকার করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের এ প্রতিবাদ। আমরা বলতে চাই, এ দেশের মানুষ স্বাধীনতার পক্ষে সবসময় ছিল, আছে এবং থাকবে। বক্তব্য শেষে জাসাস সিরাজগঞ্জ শাখার নেতৃবৃন্দ এর সম্বলিত কণ্ঠে সকলেই একত্রে মনোমুগ্ধকর পরবেশে জাতীয় সংগীত গাওয়া হয়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)