সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৫৯২ জন।
মঙ্গলবার এ তথ্য জানান পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৯২ জন। মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৬০৫ জনকে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি এলজি, একটি দুই নলা বন্দুক, তিনটি পাইপগান, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা, একটি কিরিচ ও একটি মোটরসাইকেলের চাকতিযুক্ত বিশেষভাবে তৈরি দেশীয় অস্ত্র। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতরের এই কর্মকর্তা।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)