ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকেরর কার্যলয়ে শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (প্রশাসন অধিশাখা), যুগ্ম সচিব খন্দকার মোহাম্মদ আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন ডাক্তার ডাঃ মোঃ নুরুল আমীনসহ উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ ছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ তামাকজাত পণ্যে নিয়ন্ত্রণের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে জনসমক্ষে ধূমপানের কুফল ও ক্ষতিকারক দিক তুলে ধরা হয়। একই সাথে জেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালায় বক্তাগণ এ সংক্রান্ত আইন কার্যকর করতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ করার প্রতি গুরুত্ব আরোপ করেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)