বগুড়া শহরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কারাবন্দি তুফান সরকারের শ্বশুর, শাশুড়ি ও স্ত্রীকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার ভোরে শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের বাড়ি থেকে ফেন্সিডিল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন তুফান সরকারের শশুর ফেন্সিডিল কারবারি আলম, শাশুড়ি তাসলিমা আক্তার ও স্ত্রী সোনালি সরকার। তারা সবাই সেউজগাড়ী পালপাড়া এলাকায় বসবাস করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় আলমের চারতলা বাড়িসহ তার দুটি বাড়িতে অভিযান চলে। অভিযানকালে মাদক কারবারি ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের বাড়ি থেকে ফেন্সিডিল এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তাররকৃত আলম ও তার স্ত্রী তাসলিমা আক্তারের বিরুদ্ধে ১০ থেকে ১২টি মাদক মামলা রয়েছে। তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)