বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আনিচুর রহমান পদত্যাগ করেছেন। বুধবার রাত ১১টায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
আনিচুর রহমান তার পোস্টে বলেন, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হিসেবে আপনাদের অনেকের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। গত ৫ই আগস্টের পরবর্তী সময় থেকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমি এই আন্দোলনের কেন্দ্র ঘোষিত জেলা কমিটির সঙ্গে যুক্ত হই।
তিনি আরো বলেন, প্রথমদিকে অরাজনৈতিক বলে ঘোষিত এই সংগঠনটি আজ ধীরে ধীরে রাজনীতিকরণের পথে হাঁটছে। তার থেকেও বড় কষ্টের বিষয় হলো আমাদের জেলা পর্যায়ের কিছু দায়িত্বশীল নেতার অবহেলা, অবজ্ঞা ও অসহযোগিতা। যা আমাকে গভীরভাবে হতাশ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো প্রকার রাজনীতিতে জড়িত হওয়ার আগ্রহ বা উদ্দেশ্য আমার নেই। তাই আমি এই সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার সিদ্ধান্তে উপনীত হয়েছি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সেই থেকে ঝিনাইদহ কলেজের ছাত্র আনিচুর রহমান জেলা কমিটির ২য় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)