লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন হতাহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন আহত ও একজন নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আল-নাবাতিয়ায় একটি গাড়িতে ইহুদিবাদীদের ড্রোন হামলায় পাঁচজন আহত এবং একজন নিহত হয়েছেন।
লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দেশটিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং এর সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ অঙ্গীকার করেছে যে, তারা অস্ত্র সমর্পণ করবে না। অন্যদিকে লেবাননের সরকারও ইসরায়েলি সরকারের আগ্রাসন নিয়ে নীরবতা অবলম্বন করছে।
দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার জানিয়েছেন, বর্তমানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার কোনও পরিকল্পনা নেই লেবাননের। সূত্র: আল-জাজিরা, মেহের নিউজ, টাইমস অব ইসরায়েল
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)