পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত র্যাব ও ডিএমপি মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। সর্বশেষ গ্রেফতার হলেন- মো. টিটন গাজী।
শনিবার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোহাগ হত্যার ঘটনায় মো. টিটন গাজী নামে এক এজাহারভুক্ত আসামি গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ।
এর আগে শুক্রবার (১১ জুলাই) ডিএমপি জানায়, সোহাগ হত্যার ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেফতার করে।
শুক্রবার (১১ জুলাই) রাতে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, কেরানীগঞ্জের ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- লম্বা মনির ও ছোট মনির।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)