ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে তেহরানের সহযোগিতা বন্ধ হবে না, তবে এটি ‘নতুন একটি রূপ’ নেবে যাতে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়।
দেশটির আধা সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার এ কথা বলেছেন।
তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের প্রধানদের সঙ্গে এক বৈঠকে আরাগচি বলেন, “অনুপ্রবেশ রোধ ও অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা এত সহজে লঙ্ঘিত হওয়া ইরানের জন্য যতটা ক্ষতি, তার চেয়েও বেশি ক্ষতি আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক আইনের জন্য।”
তিনি আরও জানান, তেহরান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বহুবার বার্তা পেয়েছে, যাতে বলা হয়েছে—ওয়াশিংটন আবারো আলোচনায় ফিরতে চায়। তিনি বলেন, “আমরা কখনোই আলোচনায় ভয় পাই না বা দ্বিধা করি না—শর্ত একটাই, ইরানি জনগণের স্বার্থ ও লাভ নিশ্চিত হতে হবে।”
আরাগচি পুনর্ব্যক্ত করেন, ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি সবসময় শান্তিপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে।” তেহরান এই চুক্তির সদস্য হিসেবেই থেকে যাবে বলে তিনি জানান।
তিনি ব্যাখ্যা করেন, “সংসদের আইনের আওতায় আমাদের সহযোগিতা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হয়। আইএইএ যেসব সহযোগিতা চায়, সেগুলো এই কাউন্সিল ‘মামলা ভিত্তিতে’ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।”
আরাগচি সতর্ক করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সঙ্গে সম্পর্কিত “গুরুতর ঝুঁকি” রয়েছে। তিনি বলেন, “তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সময় পড়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ থেকে মারাত্মক হুমকি রয়েছে।”
তাসনিম আরও জানায়, গত ১৩ জুন ইসরায়েল তেহরানে সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর ইরান-ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘর্ষ শুরু হয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এতে অন্তত ৬০৬ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হয়।
প্রতিশোধমূলক হামলায় ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের তথ্য অনুসারে, এতে ইসরায়েলে অন্তত ২৯ জন নিহত ও ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন। এই সংঘাত ২৪ জুন একটি যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতির মাধ্যমে বন্ধ হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)