নাটোর মধ্যযুগীয় কায়দার দুই নারীকে গরম পানির সাথে মরিচের গুড়া মিশিয়ে ঝলসে দেবার ঘটনায় পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার দুপুরে সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, একই গ্রামের সুলতান হোসেন ও তার ছেলে লালচাঁন, সুলতানের স্ত্রী আয়মনা বেগম, সাইফুল ইসলাম ও তার স্ত্রী শীলা খাতুন এবং পন্ডিতগ্রামের শাকিদা খাতুন। সেনাবাহিনী সুত্র জানায়, গত ২৬ জুন সন্ধ্যা সাতটার দিকে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে গরম পানির সাথে মরিচের গুঁড়ার মিশ্রণে ঝলসে দেওয়া হয়। একই সাথে ঐ দুই নারীকে দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে আহত করা হয়।
ঘটনার পর থেকেই সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে। সেই সাথে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে নজরদারির আওতায় আনে। পরে রবিবার দুপুরে সেনাবাহিনী মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করে সদর থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)